“সমাজসেবাযুবসংঘ”
বোয়ালী কলিয়া পাড়া
উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল।
স্থাপিতঃ২০১৪খ্রিস্টাব্দ
v সাধারণতথ্যঃ - সংগঠনটি ২০১৪ খ্রিঃ এর আগষ্ট মাসের ১ তারিখ তথা ১৭ ই শ্রাবন ১৪২১ বঙ্গাব্দ তারিখ শুভ উদ্ধোধন করা হয়। সংগঠনটি মূলত অত্র বোয়ালী কলিয়া পাড়া সমাজের আগ্রহী যুবকদেরকে নিয়ে গঠিত হয়।
v সংগঠনটিরউদ্দেস্যঃ- সংগঠনটির মূল উদ্দেস্য হলো সমাজ ও সমাজের জনসাধারণের সেবা করা। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। যার লক্ষ হলো সংগঠনকর্তৃক সঞ্চয়কৃত সকল অর্থ কেবল মাত্র অত্র সমাজ, মসজিদ, মাদরাসা ও সমাজের দরিদ্র জনসাধানের সেবার জন্য ব্যয় করা হবে। এছাড়াও আর্থিক সাহায্যের পাশাপাশি সমাজের সকল উন্নয়নমূলক কাজে অত্র সংগঠন ও সংগঠনের সকল সদস্যগন শারীরিক ও মানষিক সহায়তায় প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে।
v শর্তসমূহঃ-
1 সংগঠনেরসকল প্রকার অর্থ অত্র সমাজ, মসজিদ, মাদরাসা ও দরিদ্র ব্যক্তির সহায়তায় ব্যয় করা হবে।
2 সংগঠনেরকোন টাকা অত্র সংগঠনের সদস্য, দাতা সদস্য বা অন্যান্য কোন ব্যক্তি দাবি করতে পারবেনা কিংবা দানকৃত টাকাও ফেরত যোগ্য নয়।
3 কোন প্রকার লাভ বা সুদের আদায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংগঠনেরকোন অর্থ লেনদেন করা যাবেনা।
4 কেবল মাত্র যুবকরাই অত্র সংগঠনেরনিয়মিত সদস্য হতে পারবে; অন্যথায় দাতা সদস্যহওয়া যাবে।
5 নতুন কোন সদস্য হতে হলে অবস্যই সংগঠনের সকল নীতিমালা মেনে সদস্য ফরম পূরন করে সদস্য হতে হবে।
6 সংগঠনকমিটি আগামী দুই বছরের জন্য নির্বাচিত হবে, মেয়াদ উর্ত্তীন হওয়ার সাথে সাথে কমিটির সদস্যগণ সেচ্ছায় পদত্যাগ করবে । অতঃপর নতুন করে কমিটি গঠন হবে।
7 সংগঠনেরকমিটির কোন সদস্য পদ চেয়ে নেওয়া যাবেনা, কেহ কোন পদ দাবী করলে তাকে কোন পদ দেওয়া হবে না এবং নীতি লঙ্গন বলে বিবেচিত হবে।
8 সংগঠনেরউন্নয়ন উপলক্ষ্যে প্রতি মাসের প্রথম দিনে (১ তারিখে) আয়,ব্যয় ও অন্যান্য এজেন্ডা নিয়ে মিটিং অনুষ্ঠিত হবে । মিটিং এ মূল সদস্যসহ ৭৫% সদস্য উপস্থিত থাকতে হবে ।
9 সংগঠনেরকোন সদস্য মিটিং এ একাধারে দুই মাস বিরা কারনে অনুপস্থিত থাকলে সংগঠনফান্ডে ৫০/= (পঞ্চাশ টাকা) দান করতে হবে ।
10 সংগঠনকমিটির মেয়াদ শেষ হওয়ার আগে সদস্য পদ শুন্য হলে জরুরী মিটিং এর মাধ্যমে বাকী সময়ের জন্য সদস্যদের মধ্য হতে একজনকে দায়িত্ত্ব দিতে হবে।
11 সংগঠনকমিটির সদস্যদের দায়িত্ত্ব ও কর্তব্যঃ-
§ (ক) সকলের নির্দিষ্ট দায়িত্ত্ব যথাযথ ভাবে পালন করতে হবে, দায়িত্ত্ব পালনের ক্ষেত্রে অসুবিধা হলে পরামর্শ নিয়ে হলে ও দায়িত্ত্ব পালন করতে হবে ।
§ (খ) সকল সদস্য পরামর্শের আলোকে দায়িত্ত্ব পালন করবে ।
§ (গ) সকল সদস্যই সংগঠনেরমাসিক চাদা বা দানের টাকা যথা সময়ে পরিশোধ করবে, এবং নিজেদের অধীস্থদের পাওনাদি পরিশোধের তাগিদ দিতে হবে ।
§ (ঘ) সকল প্রকার টাকা সম্পাদকের নিকট জমা দিতে হবে, সম্পাদক ক্যাশ বহিতে উঠিয়ে ক্যাশিয়ারের নিকট লিখিতভাবে জমা দিবেন এবং ক্যাশিয়ার তা লিখিত ভাবে গ্রহন করবেন ।
§ (ঙ) লিখিত ভাউচার ছাড়া আয় হবে না এবং ভউচার ছাড়া ব্যয় হবে না ।
§ (চ) সংগঠনফান্ডের টাকা একাধিক ব্যক্তির নিকট থাকবেনা সংগঠনফান্ডের টাকা অনর্থক কাউকে কর্জ-ধার দেওয়া যাবেনা, ক্যাশিয়ারের নিকট সংগঠনফান্ডের সকল অর্থ জমা থাকবে । চাহিবা মাত্র হাজির করতে হবে । কোন প্রকার আমানতের খিয়ানত করা যাবেনা ।
§ (ছ) মৌসুম অনুযায়ী ধান, কাঁঠাল ও গাছ ইত্যাদি সংগঠনউন্নয়ন ফান্ডে জমা করতে হবে ।
§ (জ) যথা সম্ভব বহিরাগত ব্যক্তি, প্রতিষ্ঠানের নিকট হতে সংগঠনও সামাজিক উন্নয়ন মূলক কাজের জন্য সাহায্য আনতে হবে, এতে প্রয়োজনীয় খরচ সংগঠনফান্ড গ্রহন করবে ।
§ (ঞ) প্রত্যেককে সংগঠন, সমাজ ও সমাজের জনসাধারনের উন্নয়ন মূলক কাজের পরামর্শ প্রদান ও গ্রহন করতে হবে ।
----------------
কাযর্করী পরিষদ
ক্র | নাম | পিতার নাম | মেবাইল নম্বর | পদবী |
1 | মোহাম্মদ জাহাঙ্গীর | আলহাজ্ব ছিদ্দিক হোসেন | 8801712749361 | সভাপতি |
2 | মোঃ গোলাম মোস্তফা সানোয়ার হোসেন | মোঃ লেবু মিয়া আনোয়ার হোসেন | 8801683763955 8801741536523 |
সহঃ সভাপতি |
3 | মোহাম্মদ মাসুম | শহিদুল ইসলাম | 8801713537347 | সাধারন সম্পাদক |
4 | রবিউল ইসলাম | আবু বকর সিদ্দিক | 8801757916682 | সাংগঠনিক সম্পাদক |
5 | জহিরুল ইসলাম | আজগর আলী | 8801740555483 | কোষাদক্ষ |
পরিকল্পনা ও গভেষণা
ক্র | নাম | পিতার নাম | মেবাইল নম্বর |
1 | মোহাম্মদ জাহাঙ্গীর | আলহাজ্ব ছিদ্দিক হোসেন | 8801712749361 |
2 | ছানোয়ার হোসেন | আনোয়ার হোসেন | 8801741536523 |
3 | আহসান হাবীব | মজিবর রহমান | 8801752025852 |
4 | এরশাদ আলী | আশরাফ আলী | 8801688097972 |
5 | মোহাম্মদ মাসুম | শহিদুল ইসলাম | 8801713537347 |
6 | জহিরুল ইসলাম | আজগর আলী | 8801740555483 |
উদ্যোক্তা সদস্যবৃন্দ
ক্র | নাম | পিতার নাম | মেবাইল নম্বর |
---|---|---|---|
1 | মোহাম্মদ জাহাঙ্গীর | আলহাজ্ব ছিদ্দিক হোসেন | 8801712749361 |
2 | ছানোয়ার হোসেন | আনোয়ার হোসেন | 8801741536523 |
3 | আহসান হাবীব | মজিবর রহমান | 8801752025852 |
4 | জহিরুল ইসলাম | আজগর আলী | 8801740555483 |
5 | মোহাম্মদ মাসুম | শহিদুল ইসলাম | 8801713537347 |
6 | এরশাদ আলী | আশরাফ আলী | 8801688097972 |
7 | আরিফ মিয়া | চাঁন মাহমুদ | 8801791491427 |
8 | সাইফুল ইসলাম | মোহাম্মদ আলী | 8801758090828 |
9 | শরীফুল ইসলাম | চাঁন মাহমুদ | 8801782303891 |
10 | রাজিব মিয়া | সহিদ মিয়া | 8801838701934 |
11 | রবিউল ইসলাম | আবু বকর সিদ্দিক | 8801757916682 |
12 | নাজমুল হোসেন | মিনহাজ মিয়া | 8801779372828 |
13 | মারুফ আল মামুন | আজহার আলী | 8801686674247 |
14 | রাজিবুল ইসলাম | আবু বকর সিদ্দিক | 8801748104196 |
15 | আঃ হান্নান মিয়া | আব্দুল কদ্দুছ | 8801981191401 |
16 | আল আমীন | লুৎফর রহমান | 8801916471354 |
--------------
সংগঠন নীতিমালা
সকল প্রকার ভেদাভেদ ভুলে যাই, সমাজ ও দেশের উন্নয়ন চাই
1. সংগঠনেরসকল প্রকার অর্থ অত্র সমাজ, মসজিদ, মাদরাসা ও দরিদ্র ব্যক্তির সহায়তায় ব্যয় করা হবে।
2. সংগঠনেরকোন টাকা অত্র সংগঠনের সদস্য, দাতা সদস্য বা অন্যান্য কোন ব্যক্তি দাবি করতে পারবেনা কিংবা দানকৃত টাকাও ফেরত যোগ্য নয়।
3. কোন প্রকার লাভ বা সুদের আদায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংগঠনেরকোন অর্থ লেনদেন করা যাবেনা।
4. কেবল মাত্র যুবকরাই অত্র সংগঠনেরনিয়মিত সদস্য হতে পারবে; অন্যথায় দাতা সদস্যহওয়া যাবে।
5. নতুন কোন সদস্য হতে হলে অবস্যই সংগঠনের সকল নীতিমালা মেনে সদস্য ফরম পূরন করে সদস্য হতে হবে।
6. সংগঠনকমিটি আগামী দুই বছরের জন্য নির্বাচিত হবে, মেয়াদ উর্ত্তীন হওয়ার সাথে সাথে কমিটির সদস্যগণ সেচ্ছায় পদত্যাগ করবে । অতঃপর নতুন করে কমিটি গঠন হবে।
7. সংগঠনেরকমিটির কোন সদস্য পদ চেয়ে নেওয়া যাবেনা, কেহ কোন পদ দাবী করলে তাকে কোন পদ দেওয়া হবে না এবং নীতি লঙ্গন বলে বিবেচিত হবে।
8. সংগঠনেরউন্নয়ন উপলক্ষ্যে প্রতি মাসের প্রথম দিনে (১ তারিখে) আয়,ব্যয় ও অন্যান্য এজেন্ডা নিয়ে মিটিং অনুষ্ঠিত হবে । মিটিং এ মূল সদস্যসহ ৭৫% সদস্য উপস্থিত থাকতে হবে ।
9. সংগঠনেরকোন সদস্য মিটিং এ একাধারে দুই মাস বিরা কারনে অনুপস্থিত থাকলে সংগঠনফান্ডে ৫০/= (পঞ্চাশ টাকা) দান করতে হবে ।
10.সংগঠনকমিটির মেয়াদ শেষ হওয়ার আগে সদস্য পদ শুন্য হলে জরুরী মিটিং এর মাধ্যমে বাকী সময়ের জন্য সদস্যদের মধ্য হতে একজনকে দায়িত্ত্ব দিতে হবে।
11. সংগঠনকমিটির সদস্যদের দায়িত্ত্ব ও কর্তব্যঃ-
12.(ক) সকলের নির্দিষ্ট দায়িত্ত্ব যথাযথ ভাবে পালন করতে হবে, দায়িত্ত্ব পালনের ক্ষেত্রে অসুবিধা হলে পরামর্শ নিয়ে হলে ও দায়িত্ত্ব পালন করতে হবে ।
13.(খ) সকল সদস্য পরামর্শের আলোকে দায়িত্ত্ব পালন করবে ।
14.(গ) সকল সদস্যই সংগঠনেরমাসিক চাদা বা দানের টাকা যথা সময়ে পরিশোধ করবে, এবং নিজেদের অধীস্থদের পাওনাদি পরিশোধের তাগিদ দিতে হবে ।
15.(ঘ) সকল প্রকার টাকা সম্পাদকের নিকট জমা দিতে হবে, সম্পাদক ক্যাশ বহিতে উঠিয়ে ক্যাশিয়ারের নিকট লিখিতভাবে জমা দিবেন এবং ক্যাশিয়ার তা লিখিত ভাবে গ্রহন করবেন ।
16.(ঙ) লিখিত ভাউচার ছাড়া আয় হবে না এবং ভউচার ছাড়া ব্যয় হবে না ।
17.(চ) সংগঠনফান্ডের টাকা একাধিক ব্যক্তির নিকট থাকবেনা সংগঠনফান্ডের টাকা অনর্থক কাউকে কর্জ-ধার দেওয়া যাবেনা, ক্যাশিয়ারের নিকট সংগঠনফান্ডের সকল অর্থ জমা থাকবে । চাহিবা মাত্র হাজির করতে হবে । কোন প্রকার আমানতের খিয়ানত করা যাবেনা ।
18.(ছ) মৌসুম অনুযায়ী ধান, কাঁঠাল ও গাছ ইত্যাদি সংগঠনউন্নয়ন ফান্ডে জমা করতে হবে ।
19.(জ) যথা সম্ভব বহিরাগত ব্যক্তি, প্রতিষ্ঠানের নিকট হতে সংগঠনও সামাজিক উন্নয়ন মূলক কাজের জন্য সাহায্য আনতে হবে, এতে প্রয়োজনীয় খরচ সংগঠনফান্ড গ্রহন করবে ।(ঞ) প্রত্যেককে সংগঠন, সমাজ ও সমাজের জনসাধারনের উন্নয়ন মূলক কাজের পরামর্শ প্রদান ও গ্রহন করতে
-------
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস