আ: বাছেত খান ১৯০১ সালে জানুয়ারি মাসে সখিপুর উপজেলাধিন নলুয়া গ্রামে এক সম্ভ্রামত্ম মুসলিম পরিবাওে জন্ম গ্রহন করেন। পিতা মরহুম মেহেরআলী খান ছিল একজন ধর্মপ্রাণ মুসলমান এবং বিশিষ্ঠ সমাজ সেবক।শিক্ষা অর্জনের পথ অনুকূল না থাকায় মরহুম আঃ বাছেত খান প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন নি। কিন্তু তিনি সর্বক্ষণ ভাবতেন কি ভাবে সাধারণ মানুষেক উন্নতির দিকে এগিয়ে নেয়া যায়। ভাবতে ভাবতে তিনি মানুষের উন্নতির মূল এবং প্রধান বিষয়টি আবিষ্কার করে ফেলেন। শিক্ষাদান ছাড়া মানুষের উন্নয়ন আদৌ সম্ভব নয়। তাই তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি দের সমন্বয়ে ১৯৭০ সারে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়টি সখিপুর ,উপজেলার শীর্ষ স্থানীয় বিদ্যালয়ের মধ্যে উলেস্নখ যোগ্য স্থান দখল করে আছে।
আ: বাছেত খান ১৯০১ সালে জানুয়ারি মাসে সখিপুর উপজেলাধিন নলুয়া গ্রামে এক সম্ভ্রামত্ম মুসলিম পরিবাওে জন্ম গ্রহন করেন। পিতা মরহুম মেহেরআলী খান ছিল একজন ধর্মপ্রাণ মুসলমান এবং বিশিষ্ঠ সমাজ সেবক।শিক্ষা অর্জনের পথ অনুকূল না থাকায় মরহুম আঃ বাছেত খান প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন নি। কিন্তু তিনি সর্বক্ষণ ভাবতেন কি ভাবে সাধারণ মানুষেক উন্নতির দিকে এগিয়ে নেয়া যায়। ভাবতে ভাবতে তিনি মানুষের উন্নতির মূল এবং প্রধান বিষয়টি আবিষ্কার করে ফেলেন। শিক্ষাদান ছাড়া মানুষের উন্নয়ন আদৌ সম্ভব নয়। তাই তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি দের সমন্বয়ে ১৯৭০ সারে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়টি সখিপুর ,উপজেলার শীর্ষ স্থানীয় বিদ্যালয়ের মধ্যে উলেস্নখ যোগ্য স্থান দখল করে আছে।
১। মোঃ তোফাজ্জল হোসেন সভাপতি
২০১৩ সাল= ৮৫%
গুণগত মান ভাল।
১০০% ভাল রেজাল্ট
উচ্চ মাধ্যমিক থেকে কলেজে রুপান্বিত করা
৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদ
নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়
নলুয়া, সখিপুর, টাঙ্গাইল।
১। সজীব আহাম্মেদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস